হাওজা নিউজ এজেন্সি: ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রুশ ফেডারেশনের যৌথ জ্বালানি কর্মপর্যায়ের বৈঠকটি গত বুধবার অনলাইনে অনুষ্ঠিত হয়। বৈঠকে সহ-সভাপতিত্ব করেন ইরানের উপ-তেলমন্ত্রী (আন্তর্জাতিক বিষয়ক ও বাণিজ্য) সৈয়দ আলি-মোহাম্মদ মুসাভি এবং রাশিয়ার জ্বালানি উপমন্ত্রী রোমান মারশাভিন।
বৈঠকে উভয় দেশ জ্বালানি খাতে চলমান দ্বিপক্ষীয় সহযোগিতার সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করে এবং বিভিন্ন যৌথ উদ্যোগে অর্জিত সাফল্য ও অগ্রগতির মূল্যায়ন করা হয়।
আলোচনার মূল কেন্দ্রে ছিল যৌথ অর্থনৈতিক সহযোগিতা কমিশনের কাঠামোর আওতায় স্বাক্ষরিত বিদ্যমান সমঝোতা স্মারকগুলোর পর্যালোচনা, সংহতকরণ এবং বাস্তবায়নের অগ্রগতি। একই সঙ্গে বিভিন্ন জ্বালানি খাতে এসব চুক্তির কার্যকর বাস্তবায়ন নিয়েও আলোচনা করা হয়।
বৈঠকে উভয় পক্ষ ইতোমধ্যে গৃহীত পদক্ষেপগুলো পর্যালোচনা করে যৌথ প্রকল্পগুলোর কারিগরি, পরিচালনাগত ও সময়সূচি-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন। চুক্তিগুলোর দ্রুত ও সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট নির্বাহী সংস্থা ও কোম্পানিগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর তারা জোর দেন।
এছাড়া সমঝোতা স্মারক বাস্তবায়নের পথে সম্ভাব্য প্রতিবন্ধকতা চিহ্নিত করা হয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতার কাঠামোর মধ্যেই সেগুলোর সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করা হয়।
আপনার কমেন্ট